রাবি প্রতিনিধি :
অবৈধভাবে হলে থাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রহমতুন্নেসা হল শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না আক্তার তন্নীকে হল ত্যাগের নির্দেশ দিয়েছে হল প্রশাসন। তবে নির্দেশ না মেনে পাল্টা দাপট দেখিয়ে হলের প্রধান ফটকে তালা লাগিয়ে হলের আবাসিক শিক্ষার্থীদের ভোগান্তিতে ফেলেছেন ওই নেত্রী।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে তামান্না আক্তার তন্নীর নেতৃত্বে রহমতুন্নেসা হলে তালা দেওয়ার ঘটনা ঘটে। পরে সাড়ে ৫ টায় প্রক্টরিয়াল বডির সদস্যরা হলের তালা খুলে দেন। এ সময় রাবি শাখা ছাত্রলীগের শীর্ষ পদপ্রত্যাশী আসাদুল্লাহ হিল গালিব ও মেহেদী হাসান মিশু হলে প্রবেশ করেন।
রহমতুন্নেসা হলের আবাসিক শিক্ষার্থী সূত্রে জানা গেছে, তামান্না আকতার তন্নী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং রহমতুন্নেসা হল শাখা ছাত্রলীগের সভাপতি। তিনি হলের ৪৫৯ নম্বর কক্ষে থাকেন।
ছয় মাস আগে তার একাডেমিক পড়াশোনা শেষ হয়েছে। ফলে তার সিটে অন্য ছাত্রীকে আবাসিকতা দিয়েছেন হল প্রশাসন। তবে সিট ছাড়তে রাজি নন এই নেত্রী। এ নিয়ে একাধিকবার তাকে নোটিশ করেছে হল প্রশাসন। সর্বশেষ গতকাল রাতে এ নেত্রীকে সিট ছাড়ার জন্য মৌখিকভাবে আলটিমেটাম দেন প্রাধ্যক্ষ। কিন্তু সেই নির্দেশ অমান্য করে উল্টো হল গেটে তালা দেন তন্নি। এ সময় অন্যান্য হল ছাত্রলীগের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
অভিযোগে বিষয়ে তামান্না আক্তার তন্নী বলেন, আমি হল ছাত্রলীগের সভাপতির দায়িত্বে আছি। বিভিন্ন প্রয়োজনে ছাত্রীরা আমার কক্ষে আসে। তাই প্রাধ্যক্ষই একটি সিট ফাঁকা রাখতে বলেছিলেন। এখন তিনি ছাত্রলীগকে বিতর্কিত করতে এসব করছেন। এমনকি হলের জুনিয়র ছাত্রীদের দিয়ে ছাত্রলীগের বিরুদ্ধে বিতর্ক ছড়ান তিনি।
হলে এমফিল শিক্ষার্থীদের থাকার সুযোগ না থাকলেও সিটে ধরে রাখার ব্যাপারে জানতে চাইলে এ নেত্রী জানান, আমি হলে রাজনীতি করি। এ হলে না থাকলে কর্মীদের কিভাবে নিয়ন্ত্রণ করব। তাই সংগঠনকে গতিশীল রাখতে এ সিটে থাকার কথা বহুবার প্রাধ্যক্ষকে জানিয়েছি।
এ ব্যাপারে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক হাসনা হেনা বলেন, বিশ্ববিদ্যালয়ে তার একাডেমিক পড়ালেখা শেষ। তারপরেও সে হলে সিট ধরে রেখেছে। এমনকি কক্ষের আলাদা একটি সিটেও কাউকে উঠতে দেয় না। এদিকে অনেক গরিব মেধাবী শিক্ষার্থী হলে সিট পাচ্ছে না। তাকে বিষয়টি একাধিকবার বলা হলেও সেটা মানেনি। সে পদের বলে হলে থাকতে চায়। ওই ছাত্রী বলে সে এমফিল করবে কিন্তু এখানে এমফিল শিক্ষার্থীর হন্য কোন সিট নেই। যে কারণে আমরা তাকে হল ছাড়ার নির্দেশ দিয়েছি।
তিনি আরও বলেন, আজকে (শুক্রবার) তন্নী সাধারণ ছাত্রীদের আমার বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করছিল। আমি ছাত্রীদের শান্ত রাখার চেষ্টা করেছি। ভিসি স্যার আসলে আলোচনা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো। এখন মানবিক কারণে সে হলে থাকবে।
ছাত্রলীগের নেতাদের হলে প্রবেশের বিষয়ে প্রাধ্যক্ষ বলেন, মেহেদী হাসান মিশু আমার ছেলের বন্ধু এবং আসাদুল্লাহ হিল গালিবের স্ত্রী এই হলের আবাসিক শিক্ষার্থী ছিল। সেই সম্পর্ক থেকে তাদের সাথে আলোচনা করার জন্য তাদেরকে হলে প্রবেশ করতে দিয়েছি।
প্রাধ্যক্ষের বক্তব্যের বিষয়ে আসাদুল্লাহ- হীল-গালিব বলেন, প্রাধ্যক্ষ ম্যামই আমাদের হলে প্রবেশ করতে বলেছিলো। কিন্তু আমার কোন স্ত্রী নেই। তবে রহমতুন্নেসা হলে আমার বোন থাকতো।
এদিকে প্রাধ্যক্ষের উদ্যোগকে বাহবা জানাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, বিভিন্ন হলের ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ছাত্রত্ব শেষ হলেও অবস্থান করছেন। কেউ কেউ পদপ্রত্যাশী নেতা। তাদের সিট দখলের কারণে আবাসন সংকট দেখা দিচ্ছে।
এমতাবস্থায় রহমতুন্নেসা হলের প্রাধ্যক্ষের উদ্যোগ সততা ও সাহসিকতার পরিচয়। প্রতিটা হলের প্রাধ্যক্ষের এমন পদক্ষেপ নেওয়া উচিত। হলের কক্ষে কক্ষে খোঁজ নিয়ে ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের বের করে নতুন শিক্ষার্থীদের কক্ষ বরাদ্দ দেওয়া দেওয়া উচিত। এক্ষেত্রে গরিব ও মেধাবীদের প্রাধান্য দেওয়া পাশাপাশি সিট বাণিজ্য একেবারে বন্ধ করার দাবি জানান তারা।
জি/আর