শুক্রবার , ২৯ নভেম্বর ২০২৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর
NBIU Spiring 2025 New Ad

চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য ঝুলে রইল, কাল ফের বৈঠক

Paris
নভেম্বর ২৯, ২০২৪ ৮:৫৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য ঝুলেই রইল। শুক্রবার (২৯ নভেম্বর) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এই ইস্যুতে ভার্চুয়াল বৈঠক আহ্বান করে। তবে এতে কোনো ফল হয়নি। ভারত এবং পাকিস্তান দুই দলই নিজ নিজ অবস্থানে অটল থাকায় কোনো সিদ্ধান্ত ছাড়াই আজকের বৈঠক শেষ হয়েছে।

আগামীকাল ফের এই ইস্যুতে বৈঠক হবে।

জানা যায়, বৈঠকে হাইব্রিড মডেলের বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থা ব্যক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। হাইব্রিড মডেলের অর্থ, পাকিস্তান সফর না করে ভারত নিজেদের ম্যাচগুলো অন্যত্র খেলবে। এক্ষেত্রে ভারতের বিপক্ষে ম্যাচটি তখন নিজদের মাঠে খেলার সুযোগ পাবে না। এজন্যই মূলত হাইব্রিড মডেলের বিরোধিতা করে আসছে পাকিস্তান।

এদিকে ভারত বৈঠকে নিজেদের সিদ্ধান্তের সপক্ষে যুক্তি তুলে ধরে বলেছে, যেহেতু ভারত সরকার ক্রিকেট বোর্ডকে অনুমতি দেয়নি, তাই কোনোভাবেই ভারতের পক্ষে পাকিস্তান সফর করা সম্ভব নয়।

আগামীকাল আবারও বিষয়টি নিয়ে দুই বোর্ডের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজবে আইসিসি।

এরপরও যদি অচলাবস্থা নিরসন না হয়, সেক্ষেত্রে এই ইস্যুতে সদস্য দেশগুলোর ভোট নেওয়ার ভাবনা রয়েছে সংস্থাটির।

সূত্র: যুগান্তর