শনিবার , ১৭ ডিসেম্বর ২০২২ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চোরাই চকলেট-কসমেটিকস-যৌন উত্তেজক ওষুধসহ আটক ৪

Paris
ডিসেম্বর ১৭, ২০২২ ১১:১৩ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পৌনে ৭৭ লাখ টাকা মূল্যের চোরাই চকলেট, কসমেটিকস ও যৌন উত্তেজক ওষুধসহ ৪ চোরা কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। এসময় তাদের কাছ থেকে ৪টি মোবাইলও জব্দ করা হয়।

আটকরা হলেন- মো. তৌহিদুল ইসলাম (২৯), মো. মনিরুল ইসলাম (৩৩), মো. কাউছার (২৪) ও মো. জুয়েল (৩৫)।

শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে র‍্যাব-১০-এর সহকারী পরিচালক (এএসপি) এনায়েত কবীর শোয়েব বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর কোতয়ালী থানার আকমল খান রোডের বাবুবাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে প্রায় ৭৬ লাখ ৬৭ হাজার ৬৪০ টাকা মূল্যের ১ লাখ ২৪ হাজার ৮৫০টি চকলেট, ২৬ হাজার ৪৬৪টি বিভিন্ন ধরনের কসমেটিকস ও ১ হাজার ৪৬২টি যৌন উত্তেজক ওষুধসহ ৪ চোরা কারবারিকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এনায়েত কবীর শোয়েব জানান, আসামিরা চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবত দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে সরকারের শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে চকলেট, কসমেটিকস ও যৌন উত্তেজক ওষুধসহ বিভিন্ন বিদেশি পণ্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলো।

আটকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা।

সর্বশেষ - জাতীয়