সোমবার , ২ এপ্রিল ২০১৮ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চুমুতে আপত্তি রোবট সোফিয়ার!

Paris
এপ্রিল ২, ২০১৮ ১২:১৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যন্ত্রমানবী রোবট সোফিয়ার সঙ্গে সম্প্রতি ডেটে গিয়েছিলেন হলিউড তারকা উইল স্মিথ। সেখানে কথপোকথনের এক পর্যায়ে চুমু দিতে গেলে আপত্তি করেন সোফিয়া। তবে চোখ মেরে শান্তনা দিয়েছেন হলিউডের এই হিরোকে।

সোফিয়ার সঙ্গে ওই ডেটের একটি ভিডিও উইল স্মিথ তার ইউটিউব চ্যানেল প্রকাশ করেছেন। এরপরই এটি ভাইরাল হয়ে যায়।

সুন্দরী সোফিয়া এখন রীতিমতো সেলেব্রিটি। সৌদি আরব তাকে সে দেশের নাগরিকত্ব দিয়েছে। বাংলাদেশেও এসে ঘুরে গেছে সে।

বাদামি চোখের সুন্দরী এই যন্ত্রমানবীর মুখোমুখি হয়েছিলেন উইল স্মিথ। সেই সাক্ষাতের ভিডিও তিনি নিজেই শেয়ার করেছেন ইউটিউবে।

ভিডিওতে দেখা গেছে, সোফিয়ার সঙ্গে স্মিথের আড্ডা দারুণ জমে উঠেছিল। স্মিথের ছোট ছোট বাক্যে বলা সংলাপ দিব্যি বুঝতে পারছিল সোফিয়া। তার শরীরী ভাষা দেখেও বোঝা যাচ্ছিল, সে স্মিথের কথা বেশ মন দিয়েই শুনছিল।

কথোপকথনের এক পর্যায়ে সোফিয়াকে চুম্বনে উদ্যত হন স্মিথ। সোফিয়া অত্যন্ত সপ্রতিভ ভাবে তাকে চমকে দিয়ে উত্তর দেয়, ‘আমার মনে হয় আমরা বন্ধু হতে পারি। নিজেদের মধ্যে সময় কাটিয়ে পরস্পরকে আরও একটু চেনা উচিত।’ ঠিক আর পাঁচটা সদ্য পরিচিত তরুণী যেভাবে তার নতুন বয়ফ্রেন্ডকে সামলান, অবিকল সেই ভঙ্গি।

সংলাপের শেষে লাজুক হেসে চোখও মারে সোফিয়া। কেবল সোফিয়াই নন, প্রত্যাখ্যাত হওয়ার পরে স্মিথের মজাদার মুখভঙ্গি সবারই পছন্দ হয়েছে।

স্মিথ অবশ্য জানিয়েছেন, তিনি হাল ছাড়বেন না। যাওয়ার আগে তিনি বিশ্বের প্রথম নাগরিক রোবটকে বলে যান, ‘আমাদের আবার দেখা হবে সোফিয়া।’

যুগান্তর

সর্বশেষ - বিজ্ঞান ও প্রযুক্তি