রবিবার , ৮ জানুয়ারি ২০২৩ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

চীনের পূর্বাঞ্চলে সড়ক দুর্ঘটনায় নিহত ১৯, আহত ২০

Paris
জানুয়ারি ৮, ২০২৩ ৬:১৯ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক:

চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংশি প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় ১৯ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, ওই দুর্ঘটনায় আহত হয়েছে আরো ২০ জন।

সিসিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ১টার দিকে নানচাং কাউন্টির ইউলান শহরকে সংযোগকারী মহাসড়কে বড় ধরনের ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

নিউ স্ট্রেইটস টাইমস জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার ঘণ্টাখানেক পর নানচাং কাউন্টি ট্রাফিক পুলিশ এক বার্তায় জানিয়েছে, ঘন কুয়াশার কারণে ওই এলাকায় দৃষ্টিসীমা কমে এসেছে। সে কারণে চালকদের ধীরগতিতে, সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।

ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় গত মাসেও চীনের মধ্যাঞ্চলে মহাসড়কে বড় ধরনের এক দুর্ঘটনায় পড়ে শতাধিক যানবাহন। তাতে অন্তত একজন নিহত হয়। গত সেপ্টেম্বরে গুইঝো প্রদেশে একটি বাস সড়কে উল্টে গেলে ২৭ জন যাত্রীর প্রাণ যায়।

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক