রবিবার , ৩ নভেম্বর ২০২৪ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর
NBIU Spiring 2025 New Ad

চিকেন কিমা রোল রেসিপি 

Paris
নভেম্বর ৩, ২০২৪ ১০:৪৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চিকেন কিমা রোল রেসিপি
প্রয়োজনীয় উপকরণঃ
পুরের জন্য,
★১.৫ কাপ চিকেন কিমা
★হাফ কাপ পিয়াজের কলি কুচি
★হাফ কাপ পিয়াজ কুচি
★১ চা চামচ আদা রসুন বাটা
★অল্প করে হলুদ মরিচ ধনিয়া গুড়া
★হাফ চা চামচ ভাজা জিরা গুড়া
★২ চা চামচ টমেটো সস
★৬-৭ টা কাচামরিচ কুচি
★হাপ কাপ ধনিয়া পাতা কুচি
★হাপ কাপ টোস্ট বিস্কুট এর গুড়া
★লবন পরিমানমত
★তেল সামান্য

>>সিট এর জন্য
★১ কাপ ময়দা
★লবন
★পানি
★রোল ভাজার জন্য তেল

প্রস্তুত প্রনালীঃ
১. চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে গরম করে নিয়ে তাতে পিয়াজ রসুন আদা বাটা দিয়ে কসিয়ে নিব, দ্যান চিকেন আর বাকি সবজি দিয়ে মিশিয়ে নিব, দ্যান লবন হলুদ মরিচ ধনিয়া গুড়া দিয়ে ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিব,

২. তারপর অল্প পানি দিয়ে সিদ্ব করে নিয়ে তাতে সস কাচামরিচ আর ভাজা জিরা গুড়া দিয়ে মিশিয়ে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিব,

৩. ধনিয়া পাতা কুচি আর বিস্কিট এর গুড়া দিয়ে মিশিয়ে নিব।

৪. একটা বাটিতে ময়দা আর লবন দিয়ে মিশিয়ে নিব, দ্যান অল্প অল্প পানি দিয়ে পাতলা ব্যাটার বানাবো,

৫. চুলায় পাতিল বসিয়ে ১ লিটার পানি দিয়ে ফুটিয়ে নিব, দ্যান ফুটন্ত পানির পাতিল এর উপর ফ্রাই প্যান বাসাবো হালকা তেল দিয়ে ব্রাশ করে নিব, দ্যান এই প্যান এ হাফ কাপ ব্যাটার দিয়ে চারদিকে ছড়িয়ে দিব,

৬. একদম পাতলা সিট করব তাতে ব্যাটার বেশি হয়ে গেলে কমিয়ে নিব, গরম পানির তাপে সিট ১ মিনিট ভাপ দিয়ে নামিয়ে নিব, এভাবে সব বানিয়ে নিব,

৭. একটা রাখার পর একটু তেল ব্রাশ করে রাখব এভাবে সব গুলো তে তেল ব্রাশ করে নিব, এই সিট ফ্রিজ এ ২-৪ দিন রেখে ও দিতে পারেন,

৮. তারপর একপিস সিট নিয়ে তাতে পরিমান মত পুর দিয়ে চারদিক এ ব্যাটার লাগিয়ে রোল বানিয়ে নিব,

৯. সব বানানো হয়ে গেলে চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে গরম করে নিয়ে তাতে ৫-৬ টা রোল দিয়ে লালচে করে ভেজে নিব। হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিয়ে গরম গরম পরিবেশন করব।