নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি ইউনিয়নের গুচ্ছগ্রামে জিয়াউল ইসলাম নাগর (৩২) নামে এক ব্যক্তিকে, জমি নিয়ে বিরোধের জেরে পায়ুপথে পেঁপে ঢুকিয়ে হত্যার চেষ্টা করেছেন একই গ্রামের আমিরুল।
শুক্রবার (০২ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
নাগর চারঘাট উপজেলার হলিদাগাছি ইউনিয়নের গুচ্ছগ্রামের জালাল উদ্দিনের ছেলে।
নাগরের স্ত্রী মনজুরা জানান, এমাজের ছেলে আমিরুলের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে গতকাল তাকে গ্রামের একটি পেঁপে বাগানে নিয়ে তিনজন মিলে মারধর করেন। মারধরের এক পর্যায়ে তার পায়ুপথে জোর করে ছোট আকারের পেঁপে ঢুকিয়ে দেন আমিরুল। তিনজনের মধ্যে শুধু আমিরুলকেই চিনতে পারেন নাগর।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার (ইএমও) ডা. আরিফুল হক জানান, বিকেলের দিকে নাগর অসুস্থ অবস্থায় চিকিৎসা নিতে আসেন। তার পায়ুপথে রক্তক্ষরণ হচ্ছে। অবস্থা গুরুতর বলে তাকে আজই অস্ত্রপচার করা হচ্ছে।
স/আর