রবিবার , ১০ ডিসেম্বর ২০২৩ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁপাইয়ে সংসদ সদস্যের কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ

Paris
ডিসেম্বর ১০, ২০২৩ ১:৪৮ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের কার্যালয়ের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে শহরের মডার্ণ ক্লিনিক এলাকায় এই ঘটনা ঘটে।

সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ দলীয় মনোনয় পেয়ে আসন্ন দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। মডার্ণ ক্লিনিক মোড় এলাকায় তার নিজস্ব বাসভবনে রয়েছে রাজনৈতিক কার্যালয়।

বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নেতাকর্মীদের পদচারণায় নির্বাচনী অফিস মুখোরিত থাকলেও শনিবার রাত প্রায় ৯টার দিকে রাজনৈতিক অফিসের পশ্চিম পাশে অবস্থিত বাইতুল মামুর জামে মসজিদের সামনে দুটি ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় বিষ্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সিসিটিভি ফুটেজে দেখা যায় দুই জন দুস্কৃতিকারী দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে মসজিদের গলি দিয়ে পালিয়ে যায়। ককটেল বিস্ফোরণকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

সর্বশেষ - রাজশাহীর খবর