চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে ট্রলি ও ব্যাটারী চালিত অটো গাড়ির সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) বিকেলে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের উপরটোলা পাকা সড়কে এই দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তি জেলার শিবগঞ্জ উপেেজলার বিনোদপুর ইউনিয়নের একবারপুর আইড়ামারী গ্রামের সাজ্জাদ মুন্সীর ছেলে অটো চালক মো. কামাল হোসেন (৩৬)। আর আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের মৃত লুৎফল হকের ছেলে মুখলেসুর রহমান (৬৫) ও অপরজন একই উপজেলার পাকাটোলা গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে মো. হোসেন আলী (৭৫)।
এ বিষয়ে স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, বুধবার বিকেলে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের উপরটোলা এলাকায় ব্যাটারী চালিত একটি অটোরিকশা দাইপুখুরিয়া ইউনিয়নের গোলাপ বাজার হতে কানসাট যাচ্ছিল। এ সময় কয়লার দিয়াড় গ্রামের ইটের ভাটা হতে ইটের খুয়া বহনকারী একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক কামাল ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন অটো যাত্রী মুখলেসুর ও হোসেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তবরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসলে কামালের পরিবারের আবেদনের প্রেক্ষিতে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে ট্রলিটি আটক করা হলেও এর চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান ওসি।