চাঁপাইনবাবগঞ্জে ৭ টি শিক্ষা প্রতিষ্ঠান পেল নতুন ভবন 

গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ-২ নির্বাচনী এলাকা( গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) উপজেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
 মঙ্গলবার  রহনপুর আহম্মদী বেগম (এবি)  সরকারী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ ভবনগুলোর একযোগে উদ্বোধন করেন এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান  জামালউদ্দিন, রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ, হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার জাহান প্রমুখ। প্রসঙ্গত: সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রকল্পগুলো বাস্তবায়ন করছে।