মঙ্গলবার , ১৩ আগস্ট ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চাঁপাইনবাবগঞ্জে সাময়িক টোল মুক্ত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু

Paris
আগস্ট ১৩, ২০২৪ ১০:৫০ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
সাময়িক টোল মুক্ত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর নির্মিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে গণ অধিকার পরিষদের ব্যানারে সেতুটিকে টোলমুক্ত করার দাবির পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর সদস্যরা এসে টোল আদায় সাময়িক বন্ধ করেন।

এর আগে মঙ্গলবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা সেতুর বারোঘরিয়া প্রান্তে গণ অধিকার পরিষদের ব্যানারে মহানন্দা সেতু বা বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু টোলমুক্ত করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন দলের নেতারা।

এ সময় মানববন্ধনে গণ অধিকার পরিষদের নেতারা বলেন, সেতুটিতে দুই চাকা ও তিন চাকার যানবাহনের টোল আদায় বন্ধ করতে হবে। একই সঙ্গে সেতু সংস্কারের দাবি জানান তারা। এর পরপরই সেনাসদস্যরা এসে সেতুতে কর্মকর্তাদের সাথে কথা বলে টোল আদায় সাময়িক বন্ধ ঘোষণা করেন।

অভিযোগ রয়েছে, স্থানীয় একটি সিন্ডিকেট সড়ক বিভাগের কর্মকর্তাদের সাথে যোগসাজশে কম টাকায় ইজারা নিয়ে উচ্চহারে টোল আদায় করে আসছে। উচ্চহারে টোল উত্তোলনের কারণে জন অসন্তোষও রয়েছে বলে জেলা প্রশাসনের গোপন প্রতিবেদনে বলা হয়েছে। সেতুটির অফিসিয়াল নাম ‘বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু’।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২০ জানুয়ারি রবিবার ৪৪৮ দশমিক ৩ মিটার দৈর্ঘ্যের মহানন্দা সেতুকে টোল মুক্তকরণের সিদ্ধান্ত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সমন্বয় কমিটির সভায়। একই বছরের ৬ মার্চ বুধবার জেলা প্রশাসন সেতুটিকে টোলমুক্ত ঘোষণা করতে সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি প্রেরণ করেন।

সর্বশেষ - অর্থ ও বাণিজ্য