মঙ্গলবার , ৪ জুন ২০২৪ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

Paris
জুন ৪, ২০২৪ ৯:০৩ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার(৪জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ রবিউল ইসলাম দন্ডিতদের অনুপস্থিতিতে (পলাতক) রায় ঘোষণা করেন। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় ৬ জনকে খালাস দেন আদালত। দন্ডিতরা হল শিবগঞ্জের ছত্রাজিতপুর জাহাঙ্গীরপাড়ার মৃত ফেলু মন্ডলের ছেলে আব্দুস সালাম (৩৫) ও চামা দুখুর মোড় গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩০)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি রবিউল ইসলাম জানান,২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতুর টোলঘরের অদুরে একটি ট্রাকের গতিরোধ করে ১ হাজার ৮০০ বোতল ফেনসিডিল পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

এ ঘটনায় হাতেনাতে আটক হয় সালাম ও রকিফুল। এ ব্যাপারে ওইদিন সদর থানায় মামলা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার। ২০১৬ সালের ২৬ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও মাদকদ্রব্য কার্যালয়ের ্উপ-পরিদর্শক ফজলুল হক মামলার অভিযোগপত্র জমা দেন।

সর্বশেষ - আইন আদালত