সোমবার , ১১ জুলাই ২০১৬ | ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চাঁপাইনবাবগঞ্জে কলেজ পড়ুয়া গৃহবধুর আত্মহত্যা

Paris
জুলাই ১১, ২০১৬ ১০:২০ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আমনুরা মাস্টারপাড়ায় পিতার বাড়ীতে রিমা(২১) নামের রাজশাহীতে প্যারামেডিকেল পড়ুয়া এক শিক্ষার্থী গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় পর তাঁর স্বজনেরা একে স্বামী প্ররোচিত হত্যা বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রোববার রাতে।

রাতে মাইনুল হকের একমাত্র মেয়ে মরিয়ম খাতুন রিমা। পাশের সেতুপাড়া গ্রামের আকবর আলী বাদশাহ’র ছেলে ও ঢাকায় কর্মরত বিমান বাহিনীর সদস্য আতিকুল ইসলামের (২৩) বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়েরের পর রাত ১টার দিকে রিমার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এর আগে পিতার বাড়ীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পর তার মরদেহ দরজা ভেঙ্গে বের করে স্বজনেরা।

ঈদের ছুটিতে বাড়ীতে আসার পর স্বামীর সাথে কলহের জের ধরেই রিমা আত্মহত্যা করেছে বলে দাবী করছেন স্বজনেরা। আগেও সে স্বামীর বিভিন্ন রকম নির্যাতনের শিকার  হয়েছে বলে দাবী করেছে রিমার চাচাত ভাই রিপন ও রাব্বানী। রিমার মরদেহ সোমবার বিকেলে ময়নাতদন্ত করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মায়হারুল ইসলাম সিল্কসিটি নিউজকে জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিত্বে ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রাথমিক তদন্তে পিতার বাড়ীতে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ১০ মাস আগে গোপনে প্রেম করে বিয়ের পর মেয়ের পরিবার বিয়ে মেনে নেয়নি। তখন থেকেই সমস্যা ছিল বলেও জানান তিনি।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর