শুক্রবার , ১৪ জুলাই ২০১৭ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে নৌকা ডুবি: ২ জনের মরদেহ উদ্ধার

Paris
জুলাই ১৪, ২০১৭ ৬:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে নৌকা ডুবির ঘটনায় দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় আরো ৮ জনকে উদ্ধার করা হয়।

আজ শুক্রবার সকাল দশটায় শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের আনসারের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই কিশোর হলো- শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পারধূমি হায়াতপুর গ্রামের বাবলু আলীর ছেলে মাসুদ রানা ও একই গ্রামের আনারুল ইসলামের ছেলে ওয়াহেদ আলী। সর্ম্পকে তারা আপন চাচাতো ভাই।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক নুরুল ইসলাম জানান, দশজন যাত্রীসহ ঘাস বোঝাই একটি নৌকা পৌর এলাকার মোহনপুর থেকে আনসারের ঘাট যাবার সময় হঠাৎ নৌকাটি ডুবে যায়। এসময় নারী ও পুরুষসহ ৮ জনকে স্থানীয়রা উদ্ধার করে। পরে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে দুপুর প্রায় একটার দিকে ডুবে যাওয়া দুই কিশোরের মরদেহ উদ্ধার করে।

এদিকে ঘটনায় নদীর পাড়ে স্বজনদের কান্নার রোল পড়ে যায়।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর