সোমবার , ৯ সেপ্টেম্বর ২০২৪ | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চাঁদাবাজি বন্ধ হয়নি, পূরণ হয়েছে শূন্যস্থান: অর্থ উপদেষ্টা

Paris
সেপ্টেম্বর ৯, ২০২৪ ১০:৫৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাজার ব্যবস্থাপনায় চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু শূন্যস্থান পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার কঠোরভাবে চাঁদাবাজি দমন করবে। সোমবার সচিবালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, চাঁদাবাজি রোধের বিষয়টি শুধু অর্থনৈতিক বাণিজ্য সম্পর্কিত সিদ্ধান্ত নয়, এর কিছু সামাজিক মূল্যবোধসহ রাজনৈতিক দিকও জড়িত।

মূল্যস্ফীতি হ্রাস পাওয়া প্রসঙ্গে সালেহউদ্দিন আহমেদ বলেন, এর প্রভাব বাজারে পড়তে কিছুটা সময় লাগবে। তবে এ সময় তিনি বলেন, অতিরিক্ত ৬০ হাজার কোটি টাকা ছাপানোর কারণে মূল্যস্ফীতি হয়েছে। এগুলোর ইমপ্যাক্ট উলটো রথে আনতে হলে তো আমাদের একটু সময় লাগবে।

অর্থনৈতিক খাত সংস্কারের ক্ষেত্রে ইউএনডিপি প্রয়োজনে কারিগরি ও বিশেষজ্ঞ সহায়তা দেবে বলে উল্লেখ করেন উপদেষ্টা।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রাষ্ট্র সংস্কারেও কাজ করবে ইউএনডিপি। সরকারকে অর্থনৈতিক এবং কারিগরি সহায়তা করবে প্রতিষ্ঠানটি।

এছাড়া ইউএনডিপির সঙ্গে চলমান প্রকল্পগুলো চলবে এবং আগামীতে আরও নতুন প্রকল্প নিয়ে বর্তমান সরকারের সঙ্গে কাজ করবে বলেও তিনি জানান।

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - জাতীয়