শুক্রবার , ৬ আগস্ট ২০২১ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চলনবিলে পাখি শিকারে কারেন্ট জাল 

Paris
আগস্ট ৬, ২০২১ ৭:০২ অপরাহ্ণ

সিংড়া প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলার খাজুরা গ্রামে কারেন্ট জালে নির্বিকারে পাখি হত্যা ও শিকার হচ্ছে। আর সেই পাখি কিনতে শিকারীর বাড়িতে হুমরি খেয়ে পড়ছেন এলাকার জনসাধারণ।

এদিকে মঙ্গলবার দুপুরে পাখি বাঁচাতে ওই গ্রামে প্রচার অভিযান চালায় স্থানীয় পরিবেশকর্মীরা। জালে আটকানো মৃত পাখিসহ ৫০০ফুট কারেন্ট জাল ও পাখি শিকারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, বর্ষা মৌসুমে মাছের সাথে ঝাঁকে ঝাঁকে পাখির আনাগোনা চোখে পড়ে। আর এই সুযোগে কিছু লোভী পাখি শিকারী গোপনে পাখি শিকার করে থাকে। শুক্রবার খাজুরা গ্রামে পাখি শিকার হচ্ছে খবর পেয়ে অভিযান চালানো হয়। খাজুরা বিল থেকে জালে আটকা পড়া দুটি মাছরাঙা পাখিসহ ৩টি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে স্থানীয় পাখি শিকারী জনৈক কালু মিয়া ও মুন্নাফ এর বাড়ি থেকে ৩টি কারেন্ট জাল, ৬টি পাখি শিকারের ফাঁদ জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। আর পাখি শিকার রোধে স্থানীয় বাজারে প্রচারাভিযান চালায় পরিবেশকর্মীরা।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এম সামিরুল ইসলাম বলেন, পাখি শিকারের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) কে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর