সিল্কসিটিনিউজ ডেস্ক :
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেন্নাইগামী ফ্লাইটের এক যাত্রীর লাগেজ থেকে ৬ হাজার ৮০০ ইউরো চুরির ঘটনায় বিমানের পাঁচ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
গত ২ সেপ্টেম্বরের এ ঘটনায় গ্রেফতারের পর একদিনের রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে যুগান্তরকে জানিয়েছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ।
এরশাদ আহমেদ বলেন, লাগেজ থেকে চুরির ঘটনায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার হয়েছেন আরাফাত সুজন, ইমরান সরকার, ওবায়দুর রহমান, মো. রাসেল ও মো. আক্তার আলী। তারা সবাই ট্রাফিক হেলপার হিসাবে কর্মরত ছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. এনায়েত কবির মামুন বলেন, ৬ সেপ্টেম্বর আসামিদের আদালতে হাজির করা হয়। পরে একদিনের রিমান্ডে আনা হয়। তারা ইউরো চুরির বিষয়টি স্বীকার করেছেন। রিমান্ডে এনে তাদের নিয়ে অভিযান চালিয়ে দুই লাখ ৪০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত হিসাবে চিহ্নিত আরও একজন এখনো পলাতক।
সূত্র: যুগান্তর