- 6Shares
বাগাতিপাড়া প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্কদের সুবিধায় এবার ইঊনিয়ন পর্যায়ে ভাতার চেক পৌঁছে দেয়া হচ্ছে। এমনকি ইউনিয়ন পর্যায়ে গিয়ে সেই চেকের অর্থ্ও প্রদান করছে ব্যাংক কর্তৃপক্ষ।
সোমবার সকালে উপজেলার জামনগর ইউনিয়ন পরিষদে সমাজসেবা অধিদপ্তরের অধীনে বয়স্ক ভাতাভোগীদের মাঝে চলতি অর্থ বছরের প্রথম কিস্তির টাকার চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস আনুষ্ঠানিকভাবে এ চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন । সেখানে ৩টি ওয়ার্ডের ২৩৬ জন বয়স্ক নারী-পুরুষের মাঝে চেক বিতরন করা হয়।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জামনগর শাখার ম্যানেজার আবু তৈয়ব উদ্বোধনী অনুষ্ঠানেই চেকের অর্থ্ দেওয়ার ব্যবস্থা করেন। ভাতাভোগীরা প্রত্যকে নিজ হিসাব থেকে চলতি অর্থ বছরের প্রথম কিস্তির ৩ মাসের (জুলাই–সেপ্টেম্বর-২০) এক হাজার ৫শ’ করে টাকা উত্তোলন করেন।
উল্লেখ্য, জামনগর ইউনিয়নে এ কর্মসূচির আওতায় বয়স্ক,প্রতিবন্ধী, বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা ভোগীর সংখ্যা এক হাজার ৫৪৫ জন। এর মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় এক হাজার ৩৪১ জন পর্যায়ক্রমে প্রথম কিস্তির টাকা উত্তোলন করেন। অবশিষ্ট ২০৪ জন প্রক্রিয়া সম্পন্ন হবার পর টাকা উত্তোলন করতে পারবেন। এছাড়াও বয়স্ক,বিধবা,স্বামী পরিত্যক্ত ভাতাভোগীর প্রত্যকে প্রতি মাসে ৫০০ টাকা এবং প্রতিবন্ধী ভাতাভোগী প্রতি মাসে ৬০০ টাকা হিসেবে ভাতা পাবেন।