গোমস্তাপুর প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বিরামপাড়া থেকে রুহুল আমিন (৪০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে তার নিজ বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার শামীম মন্ডলের ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, তিনি রাতে খাওয়া দাওয়া শেষ নিজ ঘরে স্ত্রী সন্তান সহ শুয়ে পড়ে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক রাত দেড় টার দিকে নিজ বাড়ির বারান্দায় গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। তিনি আরও জানান,সে একজম আদম ব্যবসায়ী। তিনি মালোশিয়ায় লোক পাঠাবেন বলে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে বিদেশে লোক পাঠাতে না পারার কারণে আত্মহত্যা করে থাকতে পারে।