গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপা ইনবাবগঞ্জের গোমস্তাপুরে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে নয়াদিয়াড়ী হাজী ইয়াকুব আলী মন্ডল উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক রজব আলীকে বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
গতকাল সোমবার প্রধান শিক্ষক স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য পাওয়া গেছে। এরআগে গত ৩ সেপ্টেম্বর ওই বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য মাইনুল ইসলাম তার বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ এনে তাকে অপসারনের দাবিতে ইউএনওকে একটি লিখিত অভিযোগ প্রদান করে। অভিযোগ পেয়ে ইউএনও নিশাত আনজুম অনন্যা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুসাহাক আলীকে অভিযোগ তদন্তের দায়িত্ব দেন।
গতকাল সোমবার ওই কর্মকর্তা ওই শিক্ষা প্রতিষ্ঠানে তদন্তে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে ওই কর্মচারীকে বরখাস্ত করার সুপারিশ করেন।তার সুপারিশ অনুযায়ী প্রতিষ্ঠান এ শান্তিমূলক ব্যবস্থা গ্রহন করেছে বলে জানান ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুসাহাক আলী বিষয়টি নিশ্চিত করেছেন।