শুক্রবার , ১৮ অক্টোবর ২০২৪ | ৩রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গোদাগাড়ীতে তিন কোটি টাকার হেরোইনসহ নারী মাদককারবারি গ্রেপ্তার

Paris
অক্টোবর ১৮, ২০২৪ ৫:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর কানাপাড়া গ্রাম থেকে তিন কেজি হেরোইনসহ এক নারী মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল (১৭ অক্বৃটোবর) হস্পতিবার ভোরে মোছা: সিমা বেগম (৩৫) নামে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মতিউর রহমানের স্ত্রী। তার নিকট থেকে উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা বলে দাবি করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানা, রাজশাহী জেলার ডিবি পুলিশ বৃহস্পতিবার ভোরে গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর কানাপাড়া মোড় এলাকায় অবস্থান নেয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, ওই এলাকার মতিউর রহমানের টিনের সাফরা ঘরের ভিতর দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। তবে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মোছা: সিমা বেগমকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে শয়ন কক্ষে থাকা স্টিলের বাক্সের মধ্য হতে ৩টি পলিথিনের প্যাকেটে রাখা ৩ কেজি হেরোইন উদ্ধার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, পরে সীমার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

স.আর

সর্বশেষ - রাজশাহীর খবর