সোমবার , ১২ আগস্ট ২০২৪ | ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গুগল ফটোজে এআই টুল ব্যবহার করা যাবে বিনামূল্যে

Paris
আগস্ট ১২, ২০২৪ ২:২৬ অপরাহ্ণ

তথ্যপ্রযুক্তি ডেস্ক :

প্রযুক্তির অন্যতম আবিষ্কার কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই)। অত্যাধুনিক এ প্রযুক্তি ধীরে ধীরে সব জায়গায় ব্যবহার হচ্ছে। এবার গুগলের ফটো ফিচারে এআই টুল যুক্ত করা হয়েছে। গুগল ঘোষণা দিয়েছে, তার শক্তিশালী এআই-চালিত ফটো এডিটিং সরঞ্জামগুলো এখন বিনামূল্যে সবাই ব্যবহার করতে পারবে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, গুগল ফটো ব্যবহারকারীরা এখন ম্যাজিক এডিটর, ম্যাজিক ইরেজার, ফটো আনব্লার এবং পোর্ট্রেট লাইট বৈশিষ্ট্য বিনামূল্যে ব্যবহার করতে পারবে।

এই বৈশিষ্ট্যগুলো যাতে অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের বিস্তৃত পরিসরে কাজ করে, তা নিশ্চিত করার জন্য তারা কাজ করেছেন। যাতে গুগল ফটোজের এআই এডিটিং টুলের স্যুট ব্যবহারকারীরা যে ডিভাইসই ব্যবহার করুক না কেন, যেন ভালোভাবে কাজ করে।

ম্যাজিক এডিটর ফিচারটির একটি স্যুট রয়েছে, যার মধ্যে একটি হলো- জেনারেটিভ এআই-চালিত ইরেজ টুল। ম্যাজিক এডিটরের ইরেজ ফিচার এবং ম্যাজিক ইরেজার উভয়ই একটি ইমেজ থেকে অবজেক্ট বাদ দিতে সাহায্য করতে পারে।

তিনটি ভিন্ন উপায়ে ম্যাজিক এডিটর ব্যবহার করা যাবে। ট্যাপ করা, ব্রাশ করা বা সার্কেল দেওয়া। নিজেদের পছন্দমতো সেই ফলাফল ঠিক করতে পারে। বিভিন্ন এআই এডিটিং সরঞ্জামগুলোর একটি পাওয়ার স্লাইডার রয়েছে। আশা করা যাচ্ছে, বিনামূল্যে এআই এডিটিং টুল ব্যবহার করার ফলে এর জনপ্রিয়তা বাড়বে।

সর্বশেষ - তথ্যপ্রযুক্তি