নিজস্ব প্রতিবেদক:
গানে গানে জঙ্গিবাদ প্রতিরোধের ডাক দিয়ে মাঠে নামলেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ রাজশাহী শাখা।
বাংলার মাটি দুর্জয় ঘাটি বুঝে নিক দুর্বৃত্ত-এই শ্লোগানকে সামনে রেখে গনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এক ব্যতিক্রমধর্মী সঙ্গীতের আয়োজন করেন।
তারা ট্রাকে করে পথে পথে ঘুরে সঙ্গীত পরিবেশন করে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ মৌলবাদ প্রতিরোধ অভিযাত্রা’য় অংশ নেন।
নগরীর আলুপট্টি মোড় থেকে শুরু করে বাঘায় গিয়ে তারা বিকেলে সঙ্গীত পরিবেশন করেন। এসময় শত শত মানুষ ভীড় করেন জঙ্গিবাদ বিরোধী গান শুনতে।
সংগঠনের শিল্পীদের কণ্ঠে ভেসে উঠে নানা ধরনের সঙ্গীত। যা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে মানুষকে সচেতনতা বড় ধরনের ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের অন্যতম সদস্যরা।
স/আর