নিজস্ব প্রতিবেদক:
নিজের কাজের পারিশ্রমিক হিসেবে এক ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন চিত্রশিল্পী আশরাফুল ইসলাম। কেবল অগ্রিম গাছ লাগালেই তিনি কাজ করে দেবেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শনিবার (২২ জুন) একটি পোস্ট শেয়ার করেছেন।
‘আমার কাজের পারিশ্রমিক’ শিরোনামে পোস্টে তিনি জানিয়েছেন, ভিডিও এডিটিং-এর জন্য ৩ টি গাছ, পোস্টার ডিজাইন ১ টি গাছ, গল্প/কবিতা অলংকরণ ১ টি গাছ, ইউটিউব থাম্বনিল ডিজাইন ১ টি গাছ, পোর্ট্রেট পেইন্টিং (সফটকপি) ৩ টি গাছ এবং বইয়ের প্রচ্ছদ ডিজাইনের জন্য ৪ টি গাছ লাগানোর পর তাকে জানালে তিনি কাজ করে দেবেন।
চিত্রশিল্পী আশরাফুল ইসলাম লিখেছেন, ‘নিয়ত করেছি জীবনে কখনোই ডিজাইনের কাজ করে একটা পয়সা নেবো না। কাজের ক্রাইটেরিয়া অনুযায়ী অগ্রিম গাছ লাগাবেন, সেই গাছের ছবি পাওয়ার পরেই ডিজাইনে হাত দেবো।
পৃথিবীর প্রতি আমার এই সামান্য অবদান রাখার প্রচেষ্টায় আপনারা সহযোগিতা করবেন। কোনো আর্জেন্ট কাজও টাকা পয়সা নিয়ে করবো না৷ গাছ লাগানোটাই আর্জেন্ট হিসেবে গণ্য।’
খুলনায় বসবাসরত শিক্ষক ও চিত্রশিল্পী আশরাফুল ইসলামের এমন ব্যতিক্রম উদ্যোগের জন্য তার প্রশংসা করছেন নেটিজেনরা।