সিল্কসিটিনিউজ ডেস্ক:
গাইবান্ধায় পৃথক অভিযানে তালিকাভুক্ত ‘মাদক কারবারি’ ওয়াসিম মিয়াসহ চারজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তাদের কাছে ইয়াবা, হেরোইন ও ফেনসিডিল জব্দ করা হয়।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক শাহ নেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে জেলা শহরের পলাশ পাড়ায় অভিযান চালানো হয়। এ সময় তালিকাভুক্ত ‘মাদক কারবারি’ ওয়াসিম মিয়াকে (৪৫) ১০৫টি ইয়াবা ট্যাবলেট ও ৩ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। পরে তাকে সদর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
অন্যদিকে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার সাদুল্লাপুর উপজেলার একবারপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়।
তারা হলেন- লালমনিরহাটের মমিনুর ইসলাম (২৮) ও শাহিন আলম (২০) এবং বগুড়ার সাইফুল ইসলাম (৫৩)।
এ সময় তাদের কাছ থেকে ৬০ বোতল ফেনসিডিল ও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।