সিল্কসিটিনিউজ ডেস্ক:
২০১৮ বিশ্বকাপের রানার্স-আপ ক্রোয়েশিয়াকে রুখে দিল মরক্কো। বুধবার আল বাইত স্টেডিয়ামে গ্রুপ ‘এফ’-এর ম্যাচে গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে ম্যাচটি।
বিশ্বকাপের মঞ্চে আজ প্রথমবারের মতো মরক্কোর মুখোমুখি হয়েছিল ক্রোয়াটরা। প্রথম দেখাতেই চমকে দিল উত্তর আফ্রিকার দেশটি।
প্রথম ম্যাচে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে ক্রোয়েশিয়াকে। যদিও শুরুতে আধিপত্য বিরাজ করেছিলেন মদ্রিচরা। কিন্তু ১৮তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়ে যায় মরক্কানরা। কিন্তু পোস্টের সামনে বল পেয়েও অল্পের জন্য মাথা ছোঁয়াতে পারেননি ইউসেফ এন-নেসিরি।
দ্বিতীয়ার্ধেও ক্রোয়েশিয়াকে বারবার হতাশ করে মরক্কোর ডিফেন্স। উল্টো মরক্কো দুইবার লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু ডিফেন্ডার নুসে মাসাওয়ির ডাইভিং হেড শেষ মুহূর্তে ফেরে। এরপর আশরাফ হাকিমির দূরপাল্লার শট ঠেকিয়ে দেন ক্রোয়াট দমিনিক লিভাকভিচ।
বাকি সময় দুই দলই কার্যকর আক্রমণ শানাতে ব্যর্থ হওয়ায় ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
গেল বারের রানার্স-আপ ক্রোয়েশিয়ায় আছে তারকার ছড়াছড়ি। ব্যালন ডি অর জেতা লুকা মড্রিচ, একাধিকবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা মাতেও কোভাচিচরা আছেন দলটিতে। সেই দলটিকেই এবার গোলশূন্য ড্রয়ে বাধ্য করল মরক্কো। যার ফলে শেষ ২৪ ঘণ্টায় দেখা মিলল এবারের বিশ্বকাপের তৃতীয় গোলহীন ড্র। সূত্র: যুগান্তর