বৃহস্পতিবার , ২৪ মার্চ ২০২২ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গণহত্যা-স্বাধীনতা দিবস উপলক্ষে রাসিকের বিভিন্ন কর্মসূচি

Paris
মার্চ ২৪, ২০২২ ৭:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার (২৪ মার্চ) সন্ধ্যায় রাজশাহী সিটি কর্পোরেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ মার্চ বাদ জুম্মা ও সুবিধামত সময়ে স্বাস্থ্যবিধি মেনে সোনাদিঘী জামে মসজিদ, নগরভবন ওয়াক্তিয়া মসজিদসহ প্রত্যেক ওয়ার্ডের মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডাসহ সকল ধর্মীয় উপসানলয়ে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে। বাদ মাগরিব শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান চত্বরে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন। রাত ৯টা থেকে ৯টায় ১মিনিট পর্যন্ত মহানগরী এলাকায় প্রতীকি ব্ল্যাক-আউট (কেপিআই ও জরুরি স্থাপনা ব্যতীত) করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,  ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে নগর ভবন ও সকল ওয়ার্ড কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় ভূবনমোহন পার্ক শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, বাদ যোহর ও সুবিধামত সময়ে স্বাস্থ্যবিধি মেনে সোনাদিঘী জামে মসজিদ, নগরভবন ওয়াক্তিয়া মসজিদসহ প্রত্যেক ওয়ার্ডের মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডাসহ সকল ধর্মীয় উপসানলয়ে শহীদদের আত্মার মাগফেরাতসহ দেশ ও জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে।

বিকেল ৪টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা। সন্ধ্যা ৭টায় লালন শাহ পার্ক মুক্তমঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জি/আর

সর্বশেষ - রাজশাহীর খবর