সিল্কসিটিনিউজ ডেস্ক:
সামরিক আমলের ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়া ডিজিস রিসার্চ, বাংলাদেশ (আইসিডিডিআরবি)’ অধ্যাদেশ বাতিল করে নতুন আইন পাস হয়েছে।
আজ রবিবার রাতে ‘আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ বিল- ২০২২’ সংসদে পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে বিলটি পাসের প্রস্তাব করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিলের ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব দেন বিরোধী দলীয় সদস্যরা। সেই প্রস্তাবও নাকচ হয়ে যায়। এরপর বিরোধী দলীয় সদস্যদের সংশোধনী প্রস্তাবগুলো নিস্পত্তি করেন স্পিকার।
জাতীয় সংসদে পাস হওয়া বিলে বলা হয়েছে, আইসিডিডিআরবি জাতীয় এবং আন্তর্জাতিক আইন ও বিধিবিধান সাপেক্ষে বৈধ জৈব উপকরণ এবং গবেষণা সংক্রান্ত ফার্মাসিউটিক্যাল আনতে ও দেশের বাইরে হস্তান্তর করতে পারবে। তবে কোনো নিষিদ্ধ পণ্য গবেষণা বা পরীক্ষার জন্য বিদেশে পাঠাতে হলে বা কোনো আমদানি নিষিদ্ধ পণ্য গবেষণা বা পরীক্ষার জন্য আমদানি করতে হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনাপত্তি গ্রহণ ও বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে।
বিলে বলা হয়েছে, কেন্দ্রের কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে একটি বোর্ড থাকবে। বোর্ডের সদস্য হবেন ১৫ জন। এরমধ্যে সরকার মনোনীত প্রতিনিধি থাকবেন চার জন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনোনীত প্রতিনিধি একজন, সরকার নির্ধারিত জাতিসংঘের কোনো সংস্থার মনোনীত একজন, পূর্ববর্তী বোর্ডের মনোনীত ৮ জন এবং কেন্দ্রের নির্বাহী পরিচালক। নির্বাহী পরিচালক এই বোর্ডের সদস্য সচিব হিসেবেও কাজ করবেন।
বিলের আলোচনায় বিএনপি দলীয় সংসদ সদস্য মো. হারুনুর রশীদ বলেন, ‘আগে রাষ্ট্রের রোগ-ব্যাধি নিরাময় করতে হবে। রাষ্ট্রের অঙ্গে অঙ্গে রোগ-ব্যাধি। রাষ্ট্রের কোথায় ভেজাল নাই? খাদ্যে ভেজাল, ওষুধে ভেজাল, বাতাসে ভেজাল, সরকারের প্রতিটি অঙ্গে অঙ্গে ভেজাল। এই জায়গাগুলো যদি ঠিক করতে না পারি, তাহলে আইনপ্রণয়ন করে কিচ্ছু লাভ হবে না।’
‘দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে খেলা’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যে ইঙ্গিত করে হারুনুর রশীদ বলেন, ‘বরিশালে দেখলাম (বিএনপি গণসমাবেশ) রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছে, সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা কোথায়? তারা কী করছে?’
তিনি আরো বলেন, ‘গত ১৫ বছরে সরকার বহু হাসপাতালের অবকাঠামো তৈরি করেছে। কিন্তু ২৫০ বেডের হাসপাতালে আইসিইউ নাই। স্বাস্থ্য খাতে হাজার হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে। কিন্তু বেহাল অবস্থা হাসপাতালগুলোর।’
বিএনপির হারুনুর রশীদের বক্তব্যের কথা উল্লেখ করে জাতীয় পার্টির সংসদ মুজিবুল হক চুন্নু বলেন, ‘আসলেই কোনো কিছুই ঠিক নাই। খেলা নিয়ে ব্যস্ত আওয়ামী লীগ ও বিএনপি। কিন্তু কি খেলা হবে জানি না। এই দুটি দল লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে জনসমাবেশ করে দেখাতে চায়। মানুষের কিসে কল্যাণ ও প্রয়োজন এটা তারা চিন্তা করে না। শোডাউন করে মানুষকে আতঙ্কিত করার কোনো যুক্তি নাই।’
এ সময় ওষুধে ভেজাল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
জবাবে স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, ‘বর্তমান সরকারের আমলে স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে।’
তিনি আরো বলেন, ‘শুধু খাদ্য বা ওষুধে ভেজাল নয়, রাজনীতিতেও ভেজাল সৃষ্টি হয়েছে। সেনা প্রধান যখন নিজেই প্রেসিডেন্ট বলে ঘোষণা করেন, দেশের সর্বময় ক্ষমতার অধিকারী হন, তখন রাজনীতিতেও ভেজাল সৃষ্টি হয়। আপনারা (বিএনপি) সে ভেজাল সৃষ্টি করেছেন। সরকার এ বিষয়ে সতর্ক রয়েছে।’
উল্লেখ্য, ১৯৭৮ সালের আইসিডিডিআরবি নিয়ে অধ্যাদেশ জারি করা হয়। উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে সামরিক শাসনামলে প্রণীত যেসব আইন বা অধ্যাদেশের এখনো প্রয়োজন রয়েছে, সেগুলোকে পরিমার্জন করে বাংলায় রূপান্তরের বাধ্যবাধকতা রয়েছে। সে জন্য নতুন আইনটি পাস করা হয়েছে। কালের কণ্ঠ