শুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪ | ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

খুলনায় বড় বাজারে চটের গুদামে আগুন, কোটি টাকা ক্ষতির দাবি

Paris
নভেম্বর ১৫, ২০২৪ ৯:৫২ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

খুলনা মহানগরীর বড় বাজারের বার্মাশীল রোড এলাকায় পাটের বস্তার গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতের এই ঘটনায় ১০টি দোকান ও মালামাল পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।

আগুন লাগার খবর পেয়ে বিদ্যুৎ বিভাগ ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। এছাড়া অসংখ্য মানুষ সেখানে ভিড় করেন, কিছু মানুষ আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন। তবে উৎসুক জনতার কারণে আগুন নেভানোর কাজ বিঘ্নিত হয়। পুলিশ কয়েক দফা উৎসুক জনতাকে সরিয়ে দেয়।

ব্যবসায়ীরা জানান, ১৪ নভেম্বর দিনগত রাত রাত ১০টা ২০মিনিটের দিকে বার্মাশীল রোড এলাকার মেসার্স আহসান উল্লাহ নামের পাটের বস্তার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। এ আগুন দ্রুত পার্শ্ববর্তী সাইফুল ইসলামের গোডাউনসহ আরও বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে। এই ঘটনায় ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলেও দাবি করেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে স্টেশন রোডের পাটের তৈরি বস্তা রাখার একটি গোডাউনে ধোয়া দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়াস সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসার আগেই আগুন ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার জানান, প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। চটের বস্তার আগুন পুরোপুরি নেভানোর কাজ রাতভর চলে। খালিশপুর, দৌলতপুর ও খুলনা সদরের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন বেশি ছড়িয়ে যেতে পারেনি।

 

সূত্র: বাংলা ট্রিবিউন