সিল্কসিটি নিউজ ডেস্ক :
চীনের গুয়াংডং প্রদেশের মাওমিং শহরের একটি খামার থেকে ৭০টির বেশি কুমির পালিয়েছে। চীনা গণমাধ্যম বলছে, ওই খামারে লেকের পানি ঢুকে যায়।
সেই সুযোগে কুমিরগুলো পালায়।
মাওমিং কর্তৃপক্ষ শহরের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে বলেছে। কুমিরগুলোর খোঁজ চলছে। কিন্তু সেখানে এত বেশি ঝড়বৃষ্টি হচ্ছে যে, ভালো করে খোঁজাও যাচ্ছে না।
চায়না ন্যাশনাল রেডিও (সিএনআর) জানিয়েছে, কুমিরগুলো এখনো পানিতেই আছে। তাদের ধরা যায়নি।
এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, কী পরিস্থিতিতে কুমিরগুলো পালালো, তা তদন্ত করে দেখা হচ্ছে। কতগুলো কুমির পালিয়েছে, তার ঠিক সংখ্যাও তাদের কাছে নেই।
বেইজিং নিউজের রিপোর্ট বলছে, জরুরি বাহিনীকে কুমির ধরার জন্য পাঠানো হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল বৃষ্টির ফলে চারপাশ পানিতে ভরে গেছে। তাই কুমিরের খোঁজ করতে গিয়ে তারা অসুবিধায় পড়েছেন। তারা যন্ত্রচালিত নৌকায় করে খোঁজ করছেন।
চীনে চামড়া ও মাংসের জন্য কুমির পালন করা হয়। চীনের চিরাচরিত ওষুধ তৈরির কাজেও তা লাগে। ওই খামারে ৬৯টি পূর্ণবয়স্ক ও ছয়টি বাচ্চা কুমির ছিল। খামারটি লেকের কাছেই।