ইউরো চ্যাম্পিয়নশিপে শুক্রবার রাতের ম্যাচে স্লোভাকিয়াকে হারিয়েছে সুইডেন। অন্যদিকে, চেক রিপাবলিকের সঙ্গে ড্র করেছে ফুটবল বিশ্বকাপের বর্তমান রানার্সআপ দল ক্রোয়েশিয়া।
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতেছে সুইডেন। গোলটি আসে পেনাল্টি থেকে। ম্যাচের ৭৭ তম মিনিটে গোলটি করেন এমিল ফর্সবার্গ। এতে দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেছে সুইডেন। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে স্লোভাকিয়া।
এদিকে, ইংল্যান্ডের কাছে হেরে ইউরো কাপে যাত্রা শুরু করা ক্রোয়েশিয়া গতরাতের ম্যাচেও পেল না জয়ের দেখা, ১-১ গোলে ড্র করল চেক রিপাবলিকের সঙ্গে।
ঘরের মাঠে ম্যাচটিতে প্রথমে গোল হজম করে পিছিয়ে পড়েছিল ক্রোয়েশিয়া। পরে সেই গোল শোধ দিয়ে সমতা ফেরালেও, আর কোনো গোলের দেখা পায়নি তারা। দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট পাওয়ায় ক্রোয়েশিয়ার ইউরো যাত্রা বেশ কঠিন হয়ে গেল। আগামী বুধবার গ্রুপের শেষ ম্যাচে তারা লড়বে স্কটল্যান্ডের বিপক্ষে।
সূত্রঃ কালের কণ্ঠ