মঙ্গলবার , ২৬ জুলাই ২০১৬ | ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ক্রেতাশূন্য আত্রাইয়ের বৃক্ষমেলা

Paris
জুলাই ২৬, ২০১৬ ৭:১২ অপরাহ্ণ

আত্রাই প্রতিনিধি:
অনেকটা নিরুত্তাপভাবে চলছে নওগাঁর আত্রাইয়ে ফলদ বৃক্ষমেলা । নার্সারী মালিকদের অংশ গ্রহন কম, নেই দর্শক ও ক্রেতাদের ভিড়। ফলে স্বল্প পরিসরে আয়োজন করা হলেও যেন প্রাণহীন হয়ে রয়েছে এবারের বৃক্ষমেলা।

 
গতকাল সোমবার এ মেলার উদ্বোধন করা হয় । তিনদিন ব্যাপি এ মেলার দ্বিতীয় দিনেও মেলা ছিল নিরুত্তাপ।

 

অতিতের বৃক্ষ মেলাগুলোতে বিভিন্ন জাতের গাছের চারার সমারোহ, বিরল প্রজাতির ফলদ ও বনজ গাছ, দৃষ্টি নন্দন ও আকর্ষণীয় সব স্টল সাজানো হলেও এবারে নেই এগুলোর কোন  আয়োজন চোখে পড়েনি। যা কিছু আছে নাম মাত্র কয়েকটি স্টলে বহুল পরিচিত ও উৎপাদিত গাছের চারা। ফলে ক্রেতাদের মাঝেও নেই চারা কেনার আগ্রহ।

 
এবারের বৃক্ষ মেলায় অংশ গ্রহনকারী নার্সারী মালিক ফারুক হোসেন বলেন, অন্যান্যবার আমরা বৃক্ষ মেলায় যে পরিমান চারা বিক্রি করতাম এবার তার অর্ধেকও বিক্রি হচ্ছে না।বৃক্ষ মেলায় স্টল দিয়ে আমাদের লাভের পরিবর্তে লোকসানের আশংকায় রয়েছি।

 
মধুগুড়নই গ্রামের নার্সারী মালিক আব্দুল করিম বলেন, গত বছরে আমাদের কয়েকটি স্টল থেকে দামি দামি গাছের চারা সরকারীভাবে নেয়া হয়েছিল। ওইগুলো মূল্য এখন পর্যন্ত আমাদেরকে দেয়া হয়নি। এ জন্য লোকসানের বোঝা মাথায় নিয়ে আমরা এবারের বৃক্ষ মেলায় অংশ গ্রহন করিনি।

 
এ ব্যাপারে বৃক্ষ মেলার আয়োজক উপজেলা কৃষি অফিসার কে এম কাউছার হোসেন সিল্কসিটি নিউজকে  বলেন, স্থানীয় নার্সারী মালিকদের সাথে সমন্বয় করেই এ মেলার আয়োজন করা হয়েছে। তারা আসবে না এটা আগে জানালে আমরা বিকল্প ব্যবস্থা করতাম। এরপরও যে কয়েকটি স্টল দেয়া হয়েছে তাতে মোটামুটি ক্রেতা রয়েছে। আশা করি অংশ গ্রহনকারী নার্সারী মালিকদের লোকসান হবে না।

স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর