শুক্রবার , ২৬ আগস্ট ২০১৬ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তিলকারত্নে দিলশান

Paris
আগস্ট ২৬, ২০১৬ ৮:০৪ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

শ্রীলঙ্কান ক্রিকেটার তিলকারত্নে দিলশান আন্তর্জাতিক ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন।

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেই বিদায় নিচ্ছেন তিনি।

 

আগামী রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচ এবং আগামী ৯ই সেপ্টেম্বর ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলবেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।

 

২০১৩ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান তিলকারত্নে দিলশান।

 

কিন্তু এরপর ওয়ানডেতে ভালো পারফরম্যান্সও ছিল তাঁর। ২০১৩ সালের পর থেকে ওয়ানডেতে দিলশানের গড় রান ছিল গড়ে ৪৯.১৮।

 

গত বছর ওয়ানডেতে বেশ সফল পারফরম্যান্স ছিল দিলশানের। ওয়ানডেতে নিজের সেরা বছরগুলোর একটি ছিল বলা যায়,গত বছরই ওয়ানডেতে ১২০৭ রান করেছেন দিলশান।

 

এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে বেশি রান ছিল তাঁর।

 

এখন পর্যন্ত ৩২৯টি ওয়ানডে খেলে দিলশানের সংগ্রহ ১০২৪৮ রান, নিয়েছেন ১০৬ উইকেট।

 

৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছেন ১৮৮৪ রান।

 

এ বছরের শুরুতে ইংল্যান্ড সফরে যাননি দিলশান।

 

ইএসপিএন ক্রিকইনফো জানাচ্ছে, অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজের আগেই প্রধান নির্বাচক সনাত জয়সুরিয়ার সঙ্গে কথা হয়েছিল তাঁর। তখনই দিলশানকে জানানো হয়, ২০১৯ বিশ্বকাপ নিয়ে শ্রীলঙ্কার দীর্ঘমেয়াদি পরিকল্পনায় তিনি নেই।

 

ক্রিকইনফো আরও জানাচ্ছে, তিলকারত্নে দিলশানের এখনই অবসর নেওয়ার ইচ্ছা ছিল না।

 

কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ২২ ও ১০ রান করার পরেই অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেন দিলশান।

সূত্র: বিবিসি বাংলা

সর্বশেষ - খেলা