শুক্রবার , ১০ ফেব্রুয়ারি ২০১৭ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘কোহলিকে টিভিতে ব্যাট করতে দেখেছি’

Paris
ফেব্রুয়ারি ১০, ২০১৭ ১১:৩৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের তরুণ তুর্কি। এ নিয়ে পাঁচটি টেস্ট টেস্ট খেলছেন। বয়স খুব বেশি নয়। তবে নিজের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন। ভারতের বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে হাজির হন তিনি।

ভারতের ব্যাটিং জিনিয়াস বিরাট কোহলি সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটা আসলে দারুণ অভিজ্ঞতা। আমি তাকে (কোহলি) টিভিতে ব্যাট করতে দেখেছি। এখন তার বিপক্ষে খেলছি। তার মতো একজন খেলোয়াড়ের বিপক্ষে বল করলে আপনি শিখতে পারবেন এই লেভেলে কেমন বল করতে হয়। আমি লম্বা সময় ধরে ক্রিকেট খেলতে চাই। আশা করছি এখান থেকে আমি যা শিখছি সেটা পরবর্তীতে কাজে লাগাতে পারব।’

ভারতের বিপক্ষে নিজের বোলিং নিয়ে মিরাজ বলেন, ‘আমার জন্য এটা ভালো একটা অভিজ্ঞতা। কারণ, আমরা ভারতের বিপক্ষে খেলছি। সবচেয়ে ভালো দিক হল আমি যেভাবে বল করতে চেয়েছি সেভাবেই করতে পেরেছি। যদিও কিছুটা শর্ট বল হয়েছে। তবে আমি খুশি। উইকেট এখনো ভালো আছে। কিছু কিছু টার্ন হচ্ছে। তবে ব্যাট করার জন্য আগামীকালও উইকেট ভালো থাকবে।’

ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় নায়কের ভূমিকায় ছিলেন মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে খেলার পার্থক্য করতে বলা হলে মিরাজ বলেন, ‘ভারত স্পিন ভালো খেলে। ফ্লাট উইকেটে তো আরো ভালো খেলে। উইকেটে যদি টার্ন থাকত, তাহলে কিছুটা হলেও তাদের খেলতে সমস্যা হত। কিন্তু এখানে তারা স্পিন খেলে অভ্যস্ত।’

দলে নিজের অবদানের বিষয়ে তিনি বলেন, ‘আমি সব সময়ই বড় কিছু পত্যাশা করি। যদি কিছু কম রান দিতাম এবং বেশি উইকেট পেতাম তাহলে সেটা ভালো হত। তবে আমি জানি যে সব সময়ই আমি বেশি উইকেট পাব না। এখন ব্যাট হাতে যদি কিছুটা অবদান রাখতে পারি।’

সূত্র: রাইজিংবিডি

সর্বশেষ - খেলা