সোমবার , ২৮ নভেম্বর ২০২২ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কোরিয়াকে হারিয়ে স্বপ্নের পথে ঘানা

Paris
নভেম্বর ২৮, ২০২২ ৯:৪৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কাতার বিশ্বকাপের ৩০তম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে শেষ ষোলোর স্বপ্ন জোরাল করল ঘানা।

ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের বিপক্ষে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ শুরু করে পশ্চিম আফ্রিকার দেশ ঘানা।

অন্যদিকে উরুগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের মধ্য দিয়ে কাতার বিশ্বকাপ মিশন শুরু করে দক্ষিণ কোরিয়া।

সোমবার জয়ের লক্ষ্যেই কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে কোরিয়ার মুখোমুখি হয় ঘানা।

এদিন খেলার প্রথমার্ধের ২৪ ও ৩৪ মিনিটে গোল করে এগিয়ে যায় ঘানা। দ্বিতীয়ার্ধে ৫৮ ও ৬১ মিনিটে পরপর দুই গোল করে খেলায় সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া।

খেলার ৬৮ মিনিটে মোহাম্মদ কুদ্দুসের গোলে (৩-২) এগিয়ে যায় ঘানা। এরপর গোল পরিশোধে মরিয়া হয়ে খেলা কোরিয়া আর কোনো সাফল্য পায়নি। যে কারণে ৩-২ গোলে জিতে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পর্তুগালের পরেই আছে ঘানা। এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ এইচে শীর্ষে রোনালদোরা। সূত্র: যুগান্তর

সর্বশেষ - খেলা