মাসিক বা ঋতুস্রাব প্রজনন চক্রের সবচেয়ে প্রাকৃতিক এবং অপরিহার্য অংশগুলোর একটি। কিন্তু এখনো এটি সমাজে একটি নিষিদ্ধ বা ট্যাবু বিষয়। মাসিক নিয়ে সমাজে কুসংস্কারের জন্য দৈনন্দিন কাজে নারীদের তৎপরতা বাধাগ্রস্ত হয়। এই ট্যাবু ভাঙতে সচেতনতা বাড়াতে হবে।
মাসিক স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষে ব্র্যাকের অধিকার এখানে,এখনই প্রকল্প আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। নওগাঁ শহরের দয়ালের মোড় চকএনায়েত উচ্চ বিদ্যালয়ে সোমবার(৩জুন) দিনব্যপি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আসুন, সবাই মিলে গড়ি,মাসিক-বান্ধব পৃথিবী।’ প্রতিবছর (২৮ মে) বিশ্বব্যাপী মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালন করা হয়।
অনুষ্ঠানে নারী ও কিশোরীদের পাশাপাশি মাসিক স্বাস্থ্য উন্নয়ন এবং প্রচারে অবদান রেখেছেন এমন বিভিন্ন খাতের ব্যক্তি এবং অভিভাবকেরা অংশ নেন। এ আয়োজনে কিশোরীদের বয়সন্ধিকালিন বিভিন্ন সমস্যার সচিত্র প্রদর্শনী, নাটিকা, গল্প ও চিত্রাংকন প্রতিযোগীতা, কুইজ, প্রশ্নোত্তর, সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিবর্তনের গল্প, সরকারি অঙ্গীকার এবং উদ্ভাবনী সমাধান নিয়ে আলোচনা করা হয়।
ব্র্যাকের ইয়ুথ সদস্য সুমাইয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয় ইয়ুথ সদস্য লামিয়া মেহজাবিনের উদ্বোধনী ভাষণ দিয়ে। তিনি মাসিক স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য সম্মিলিত প্রয়াসের ওপর গুরুত্ব দেন।
নওগাঁ জেলা পরিবার পরিকল্পনা অফিসের উপ-পরিচালক আনোয়ারুল আজিম বলেন, কুসংস্কারের কারণে নারীরা মাসিকের সময় অস্বাস্থ্যকরভাবে মাসিক ব্যবস্থাপনা করেন। ফলে তাঁরা বিভিন্ন রোগে আক্রান্ত হন। এজন্য নারীদের নিরাপত্তা এবং মর্যাদার সাথে মাসিক ব্যবস্থাপনার জন্য নীতিগত ও পদ্ধতিগত সমাধানের পাশাপাশি মাসিকের প্রয়োজনীয় উপকরণের সহজলভ্যতা নিশ্চিত করার দাবী জানান তিনি।
মা ও শিশু কল্যান কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. সালমা আক্তার বলেন, ‘প্রাথমিকভাবে এক হাজার স্কুলে শুরু হওয়া “জেনারেশন ব্রেকথ্রু” প্রোগ্রামটি ২০২২ সালে প্রধানমন্ত্রীর অনুমোদন পেয়েছে। যা কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও উন্নয়নের প্রতি আমাদের অঙ্গীকারের কথা বলে।’
অনুষ্ঠানের একটি বিশেষ পর্ব ছিল যুব ও কিশোর সম্মিলন। এখানে তরুণ অংশগ্রহণকারীরা মাসিক স্বাস্থ্যের বিষয়ে তাদের মতামত ও অভিজ্ঞতা প্রকাশ করার সুযোগ পায়।
অনুষ্ঠানে পরিবর্তনমূলক গল্প তুলে ধরেন ব্র্যাকের অধিকার এখানে,এখনই প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর মাধুরী সুত্রধর এবং জেলা যুব সংগঠক ফারজানা রেজা রুমী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলয়াস তুহিন রেজা, ব্র্যাক প্রধান কার্যালয়ের কমিউনিকেশন এন্ড নলেজ ম্যানেজমেন্টের সিনিয়র অফিসার চৌধুরী নওশীন তাবাসসুম, খান ফাউন্ডেশনের মাসুদুর রহমান ও প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।