রবিবার , ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কুরআন পড়ে বাড়ি ফেরা হলো না ৩ স্কুলশিক্ষার্থীর

Paris
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ১০:৫৮ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় ৩ স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ২ জন।রোববার সকাল ৭টার দিকে উপজেলার কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- সপ্তম শ্রেণির শিক্ষার্থী তানজিলা, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মিম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী যুথি। এদের সবার বাড়ি শিমুলিয়া কুঠিপাড়া এলাকায়।

তানজিলার বাবার নাম পালন শেখ ও হেলাল উদ্দিনের মেয়ে যুথি। মিমের বাবার নাম পাওয়া যায়নি।

এলাকাবাসী জানান, প্রতিদিনের মতো ওই তিনজনসহ কয়েকজন শিমুলিয়া জামে মসজিদে কুরআন পড়তে যেত। রোববার সকালে তারা কুরআন পড়া শেষে বাড়ি ফিরছিল। পথে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে মাইক্রোবাস তাদের চাপা দেয়। এতে পাঁচজন আহত হয়। তাদের মধ্যে গুরুতর তিনজনকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিমুলিয়া জামে মসজিদের ইমাম আবদুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাইক্রোবাসটি ঢাকা থেকে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল।সূত্র: যুগান্তর

সর্বশেষ - জাতীয়