বুধবার , ২১ সেপ্টেম্বর ২০১৬ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কিরণমালা দেখায় বড় বোনের ধাওয়া ছোট বোনের মৃত্যু

Paris
সেপ্টেম্বর ২১, ২০১৬ ২:৩৬ অপরাহ্ণ

আব্দুল বাতেন:
ভারতীয় চ্যালেন ‘স্টার জলসা’র সিরিয়াল দেখে মারা যায়নি এমন নজির খুব কমই আছে। সিরায়াল দেখতে না দেওয়া, বা সিরিয়ালে অভিনয়করীদের পোশাকের মত ড্রেস কিনে না দেয়া ইত্যাদি কারণে আত্মহত্যার ঘটনাও অনেক ঘটেছে। এবার বাড়ির কাজ রেখে কিরণমালা দেখায় জন্য বড় বোনের ধাওয়া খেয়ে ছোট বোনের মৃত্যু ঘটনা ঘটেছে।

আজ বুধবার সকাল সাড়ে ১১টায় রাজশাহী গোদাগাড়ির মাটিকাটা ইউনিয়ের আটুয়াভাটা কসাইপাড়া এলাকায় এ ঘটানা ঘটে।

এ ঘটনায় নিহত হয়েছেন, আটুয়াভাটা কসাইপাড়া এলাকায় জেনারুল ইসলামের মেয়ে তানজিলা খাতুন। পরে বড় বোন শান্তাকে ধরে নিয়ে গেছে পুলিশ।

জানা গেছে, আজ সকালে বড় বোন শান্তার সন্তানকে রেখে পাশের বাড়িতে কিরণমালা দেখতে যায় ছোট বোন তানজিলা। তানজিলা কিরণমালা দেখে আসলে শান্তা তাকে বলে তুই আসলি কেনো। সেখানেই থাকবি। তোর আসার দরকার নাই। এই বলে তাকে ধাওয়া দিলে বাড়ির পাশে রাস্তায় পাঁ পিছলে পরে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পরে তাকে গোদাগাড়ি মডেল থানা পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এবং বড় বোন শান্তাকে ধরে নিয়ে যায়।

গোদাগাড়ি মডেল থানা (ওসি তদন্ত) আবদুর রাজ্জাক সিল্কসিটি নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

 

স/আ

সর্বশেষ - রাজশাহীর খবর