বসুন্ধরা কিংসের প্রথম খেলোয়াড় হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ৫০তম ম্যাচ খেললেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। নিজের হাফসেঞ্চুরি পূরণের ম্যাচটি ক্লিনশিট দিয়ে রাঙাতে পারলেন না এই গোলরক্ষক। নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘের কাছে ২-১ গোলে হারায় মন খারাপ কক্সবাজারের এই ছেলের। ম্যাচ শেষে তাই বললেন, ‘জিততে পারলে ভালো লাগত।
তবে বসুন্ধরার প্রথম খেলোয়াড় হিসেবে ৫০ ম্যাচ খেলতে পারা গর্বের ব্যাপার। ‘
বসুন্ধরা কিংসের হয়ে প্রিমিয়ার লিগের এই ৫০ ম্যাচে জিকো ক্লিনশিট রেখেছেন ২৫টি ম্যাচে। ২০১৮-১৯ মৌসুমে সাইফ স্পোর্টিং থেকে বসুন্ধরা কিংসে এসেছিলেন জিকো। সে মৌসুমে প্রিমিয়ার লিগে খেলেছিলেন ২২টি ম্যাচ। কভিডে বাতিল হওয়া ২০১৯-২০ মৌসুমে খেলেন ছয়টি এবং ২০২০-২১ মৌসুমে খেলেন ২১টি ম্যাচ। সেবার পুরো মৌসুমে দুর্দান্ত খেলে দেশি খেলোয়াড়দের মধ্যে সেরার পুরস্কার জিতেছিলেন জিকো।
এদিকে ৫০ ম্যাচ খেলার দ্বারপ্রান্তে আছেন উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম, তাঁর লাগবে আরো পাঁচটি ম্যাচ। কিংসের জার্সিতে ৪১টি ম্যাচ খেলেছেন আরেক ফরোয়ার্ড মাহাবুবুর রহমান সুফিল।
সূত্রঃ কালের কণ্ঠ