মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কিংবদন্তির শেষবিদায়ে ক্রীড়াঙ্গনের শ্রদ্ধাঞ্জলি

Paris
নভেম্বর ১৯, ২০২৪ ৭:০৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুর মৃত্যুতে শোকে স্তব্ধ দেশের ক্রীড়াঙ্গন। সোমবার (১৮ নভেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি ফুটবলার।

মঙ্গলবার (১৯ নভেম্বর) তাকে শেষবিদায় জানিয়েছেন ক্রীড়াঙ্গনের মানুষ ও ভক্ত-শুভানুধ্যায়ীরা।

খেলোয়াড়ি জীবনে দীর্ঘসময় মোহামেডান ক্লাবে কাটিয়েছেন জাকারিয়া পিন্টু। বিদায়ের দিনে সে ক্লাবে ফিরল তার নিথর দেহ। সেখানে ঢাকা জেলা প্রশাসন তাকে দিয়েছে রাষ্ট্রীয় সম্মান। মোহামেডান ক্লাব প্রাঙ্গণে জানাজার আগে ক্লাব, বিভিন্ন ফেডারেশন, অলিম্পিক অ্যাসোসিয়েশন, সাবেক খেলোয়াড়দের পক্ষ থেকে তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

মোহামেডানের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের মাঠে আরেকটি জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে বাফুফের নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল এবং অন্যান্য নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া বিভিন্ন ফেডারেশন, অ্যাসোসিয়েশন, সংগঠন, পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রয়াত এই ফুটবলারকে।

 

সূত্র: যুগান্তর