রবিবার , ২২ জানুয়ারি ২০১৭ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর
NBIU Spiring 2025 New Ad

কাভানির জোড়া গোলে পিএসজির জয়

Paris
জানুয়ারি ২২, ২০১৭ ৮:৩৮ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

চলতি মৌসুমে দারুণ ফর্মে থাকা এডিনসন কাভানি আবার জ্বলে উঠলেন। উরুগুইয়ান এই স্ট্রাইকারের জোড়া গোলেই লিগ ওয়ানে নানতেসকে ২-০ ব্যবধানে হারিয়েছে প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি)।

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে ম্যাচের ২১ মিনিটে পিএসজিকে এগিয়ে দেন কাভানি। লুকাস মউরার বাড়ানো বল বক্সের ভেতরে পেয়ে স্বাগতিক গোলরক্ষককে পরাস্ত করেন উরুগুইয়ান স্ট্রাইকার।

প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৫ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুণ করেন কাভানি। বক্সের বাইরে থেকে তার ডান পায়ের বুলেট গতির শট ঠেকানোর সাধ্য ছিল না নানতেসের গোলরক্ষকের।

এবারের লিগে এটি কাভানির ২০তম গোল। এই প্রথম লিগ ওয়ানে এক মৌসুমে ২০ গোল করলেন ২৯ বছর বয়সি উরুগুইয়ান স্ট্রাইকার।

এই জয়ে লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা নিসের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে পিএসজি। ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তিনে আছে তারা। সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে নিস। এক ম্যাচ কম খেলা মোনাকো পিএসজির সমান ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে।

সূত্র: রাইজিংবিডি