সোমবার , ১০ এপ্রিল ২০১৭ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

কাওয়ালি শিল্পী আমজাদের পরিবার পাকিস্তান ছাড়ছে

Paris
এপ্রিল ১০, ২০১৭ ৬:৩৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নিরাপত্তা নিয়ে শঙ্কিত প্রয়াত কাওয়ালি শিল্পী আমজাদ সাবরির পরিবার পাকিস্তান ছাড়ছে।

গত বছর ২৩ জুন পাকিস্তানের লিয়াকতাবাদে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন উপমহাদেশের প্রখ্যাত কাওয়ালি শিল্পী আমজাদ সাবরি। তার মৃত্যুর পর নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছে সাবরির পরিবার।

আমজাদের ভাই আজমত সাবরি ডন অনলাইনকে নিশ্চিত করেছেন, ‘তাদের পরিবার পাকিস্তান ছেড়ে যাওয়ার চেষ্টা করছে।’

কেন তাদের পরিবার দেশ ছাড়তে চাইছে- এর জবাবে তিনি বলেন, ‘আমাদের মনে হয়, সব সময় আমাদের ওপর নজর রাখা হচ্ছে।’ তবে তিনি জানিয়েছেন, তাদের জীবন নাশের কোনো হুমকি দেওয়া হয়নি।

আজমত সাবরি তাদের পরিবারের দেশ ছাড়ার প্রস্তুতির বিষয়ে বলেন, ‘লন্ডনে থাকার বন্দোবস্ত করার চেষ্টা করছি আমরা। সেখানে আমাদের এক ভাই থাকে… যদি ভিসা পাই, তাহলে আগামীকালই আমরা যেতে চাই।’

এর আগে এআরওয়াই নিউজকে আজমত সাবরি বলেন, ‘আমরা এখানে নিরাপদ বোধ করছি না, যদিও আমরা এখানে সারা জীবন বসবাস করছি। আমরা লিয়াকতাবাদকে ভালোবাসি।’

জনপ্রিয় কাওয়ালি শিল্পী আমজাদ সাবরিকে গত বছর ২৩ জুন তার গাড়িতে গুলি করে সন্ত্রাসীরা। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয় কিন্তু শেষ রক্ষা হয়নি। তার মৃত্যুর পর হামলার দায় স্বীকার করে তেহরিক-ই তালেবানের হাকিমুল্লাহ মেহসুদের গ্রুপ।

সূত্র: রাইজিংবিডি

সর্বশেষ - আন্তর্জাতিক