শুক্রবার , ২৭ সেপ্টেম্বর ২০২৪ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কবে আসবে রোবোট্যাক্সি, এবার চূড়ান্ত জানাল টেসলা!

Paris
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ৯:১৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আগেই ঘটা করে ঘোষণা দেয়া হয়েছিল, রোবোট্যাক্সি আনছে টেসলা। তবে সেই ট্যাক্সি বাজারে আসবে কবে সেই ধূম্রজাল কাটছিলো না কিছুতেই। একের পর এক তারিখ পিছিয়েছে।

এবার রোবোট্যাক্সি বা রোবট ট্যাক্সি বাজারে আনার দিনক্ষণ জানাল মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।

টেসলা জানিয়েছে, চলতি বছরের আগামী ১০ অক্টোবরই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে রোবোট্যাক্সিটি উন্মোচন করা হবে। সেই মতে বিভিন্ন গণমাধ্যম ও ব্যক্তিদের কাছে রোবোট্যাক্সি উন্মোচন অনুষ্ঠানের আমন্ত্রণপত্রও পাঠানো হয়েছে। অনুষ্ঠানটির নাম দেয়া হয়েছে ‘উই রোবট’।
পরিকল্পনা মতো ২০২৩ সালের মধ্যে রোবোট্যাক্সি বাজারে আনতে পারেনি টেসলা। গত এপ্রিলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক জানিয়েছিলেন, টেসলার তৈরি রোবোট্যাক্সি বাজারে আসবে আগামী ৮ আগস্ট। সেই তারিখও পিছিয়ে যায়।

স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম রোবটচালিত রোবোট্যাক্সি গাড়িটি ট্যাক্সি হিসেবে ভাড়া করা যাবে বলেই দাবি করছে টেসলা। স্মার্টফোনের অ্যাপ ব্যবহার করেই গাড়িটি ভাড়া করতে পারবেন যাত্রীরা।

এ ধরনের গাড়ির গতিনিয়ন্ত্রণ নিয়ে নিরাপত্তাজনিত উদ্বেগ থাকায় এতো দিন আটকে আছে এই প্রকল্প। তাই এমন গাড়ির ব্যবহার নিয়ন্ত্রক সংস্থাগুলোর পর্যবেক্ষণের মধ্যে আছে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - তথ্যপ্রযুক্তি