সিল্কসিটিনিউজ ডেস্ক:
এবার পাহাড় ধসের শিকার হয়ে কক্সবাজারে একটি বন্য হাতির প্রাণহানি ঘটেছে। আজ সোমবার ভোররাতে কক্সবাজার শহরতলির কলাতলি দরিয়ানগরের পাহাড়ে ঘটেছে এ ঘটনা।
জেলা ভেটেরিনারি বিভাগের চিকিৎসকরা ময়না তদন্ত করে আজ বিকালেই হাতিটি মাটি চাপা দিয়েছে। পুরুষ হাতিটির দাঁত থাকলেও তবে এখনো ছোট আকারের।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আলী কবির জানিয়েছেন, হাতিটি ১২০ ফুট উঁচু পাহাড় থেকে গড়িয়ে পড়ে মারা গেছে। খাবারের সন্ধানে হাতিটি অবস্থান করছিল পাহাড়ের বুকে। কলাতলি ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এসব পাহাড়ে এখন আর তেমন গাছগাছালিও নেই। সেখানে বন বিভাগ বাগান করলেও বনায়ন রয়ে গেছে এখনো ছোট।
বিভাগীয় বন কর্মকর্তার মতে বর্ষণে পাহাড়ের মাটি নরম হয়ে পড়েছে। এ কারনে হাতিটি পাহাড়ের কিনারায় পা দেয়ার সাথে সাথেই ধস নেমে ১২০ ফুট নিচে পড়ে যায়। ঘটনাস্থল পরিদর্শনকারি কক্সবাজার পরিবেশ বিভাগের উপ পরিচালক সরদার শরিফুল ইসলাম জানান-‘হাতিটি পাহাড়ের মাটি সহ একটি ছড়ায় পড়ে মারা গেছে। ছড়াটিও এমন অপ্রশস্ত যে-দুই পাহাড়ের মাঝখানে পড়ে এটি নড়াচড়াও করতে পারছিল না। ’
পরিবেশ বিভাগের উপ পরিচালক আরো জানান, বর্ষণের কারনে পাহাড়ের মাটি নরম হয়ে গেছে ওই এলাকায়। পাহাড়ের চুড়ার কিনারে হাতিটি পা দেওয়া মাত্রই মাটি সহ ধসে পড়ার চিহ্ন দেখা যাচ্ছে স্ষ্পুষ্ট। তিনি মনে করেন, পাহাড় ধসের মুখে বন্য-প্রাণীও এখন এক প্রকার ঝুঁকির মুখে পড়েছে।