সিল্কসিটি নিউজ ডেস্ক:
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে বিচ্ছেদের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই নিয়ে মুখ খুললেন অভিষেক বচ্চন। এক সাক্ষাৎকারে নিজের বিয়ের আংটি দেখিয়ে জুনিয়ার বচ্চন বলেন, ‘এখনও বিবাহিত’।
ঐশ্বরিয়ার সঙ্গে ঝামেলার গুঞ্জনে বলেন, ‘এই বিষয়ে আমার আপনাদের কিছু বলার নেই। আপনারা সবাই বিষয়টি নিয়ে একটু বাড়াবাড়ি করে ফেলেছেন। যা খুব দুঃখের। আমি যদিও বুঝতে পারছি, কেন আপনারা এমনটা করেছেন। আপনাদের কিছু গল্প তো ফাইল করতেই হবে। ঠিকই আছে, আমরা তারকা, আমাদের সহ্য করতেই হবে।’
প্রসঙ্গত, ২০০৭ সালের এপ্রিল মাসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। আরাধ্যার জন্মের পর থেকেই অভিনয় থেকে দূরে আছেন ঐশ্বরিয়া।