রবিবার ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

NBIU Spiring 2025 New Ad

ঐশ্বরিয়াকে স্পর্শ করায় বানসালির ওপর খেপেছিলেন সালমান

Paris
শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪ ৮:৫৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সে অনেক বছর আগের কথা। ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে সালমানের খানের প্রেমকাহিনীর সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায় চলছে। দুজনেই অভিনয় করছেন সঞ্জয় লীলা বানসালির উথালপাথাল প্রেমের উপাখ্যান ‘হাম দিল দে চুকে সানাম’-এ। সিনেমার শুটিংয়ের সময় কোনো একটি দৃশ্য বুঝাতে গিয়ে ঐশ্বরিয়ার গায়ে হাত রাখেন বানসালি, তাতেই খেপে যান সালমান, সতর্ক করে দেন বানসালিকে।

১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত সেই সিনেমার পর্দার আড়ালের এই গল্প জানিয়েছেন অভিনেত্রী স্মিতা জয়াকর। সিনেমায় ঐশ্বরিয়ার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

রাজশ্রী আনপ্লাগড নামের এক অনুষ্ঠানে সে সিনেমার শুটিংয়ের সময়কার স্মৃতির ঝাঁপি খোলেন স্মিতা। আর তখনই ঐশ্বরিয়া-সালমানের প্রসঙ্গও উঠে আসে।

স্মিতা বলেন, ‘ঐশ্বরিয়াকে একতা দৃশ্য বুঝিয়ে দেওয়ার সময় সঞ্জয় তাকে স্পর্শ করেছিল। সালমান সাথে সাথেই সেখানে উপস্থিত হয়ে বলে বসেন, সঞ্জয় স্যার আপনি কেন ওকে (ঐশ্বরিয়া) স্পর্শ করলেন? আপনার এটা করা উচিৎ হয়নি।’

সালমান-ঐশ্বরিয়ার প্রেমের কারণে ‘হাম দিল দে চুকে সানাম’ সিনেমার আবেদন ভক্তদের মধ্যে বহুগুণে বেড়ে যায়। তবে পরে তাদের পথ বেঁকে গেলে বিপদে পড়েন বানসালি। কারণ এই জুটিকে আরও কিছু সিনেমার পরিকল্পনা ছিল এই নির্মাতার। তাদের ব্রেকআপের ফলে সেসব প্রজেক্ট রাতারাতি ভেস্তে যায়।

সূত্র: যুগান্তর


আরোও দেখুন
Paris