মঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

এবার ব্যালন ডি’অর উঠবে ব্রাজিলিয়ানের হাতে, স্প্যানিশ মিডিয়ার দাবি

Paris
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ৫:৪৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফুটবল দুনিয়ায় ব্যক্তিগত পারফরম্যান্সের সর্বোচ্চ পুরস্কার ব্যালন ডি’অর। আগামী ২৮ অক্টোবর ২০২৩-২৪ মৌসুমের সেরা ফুটবলারের হাতে উঠবে এই পুরস্কার। তবে প্রায় একমাস আগেই এবারের পুরস্কার কার হাতে উঠতে যাচ্ছে তার নাম জানিয়ে দিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম।

মার্কা’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলিয়ান সেনসেশন ভিনিসিয়ুস জুনিয়র প্রথমবারের মতো জিততে যাচ্ছেন ব্যালন ডি’অর। এই পুরস্কারের দৌড়ে নিজের ক্লাব সতীর্থ ইংলিশ ফুটবলার জুড বেলিংহ্যাম এবং ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার রদ্রিকে পেছনে ফেলে পুরস্কার ঘরে তুলবেন ব্রাজিলিয়ান ফুটবলার।

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে আলো ছড়িয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলিয়ান এই তারকা রিয়াল মাদ্রিদের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি সাপোর্টিং রোল থেকে শুরু করে দলের কেন্দ্রীয় খেলোয়াড় হয়ে উঠেছেন। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালগুলোতে তার অসাধারণ পারফরম্যান্স তাকে শীর্ষে নিয়ে এসেছে।

প্রসঙ্গত, ২৩ বছর বয়সী এই ব্রাজিলিয়ান সেনসেশনের শুরুটা হয়েছিল স্বদেশী ক্লাব ফ্লামেঙ্গোতে। সেখান থেকে তার প্রতিভা ও কঠোর অধ্যবসায় দেখে দলে টেনেছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। অল্প সময়েই রিয়ালের আক্রমণভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

সর্বশেষ - খেলা