রবিবার , ৩০ আগস্ট ২০২০ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

এবারের ব্যালন ডি’অর আমার প্রাপ্য ছিল: লেভানদোভস্কি

Paris
আগস্ট ৩০, ২০২০ ৯:৫২ পূর্বাহ্ণ

বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি ২০১৯-২০ মৌসুমে ফুটবল বিশ্বের সবচেয়ে উজ্জ্বলতম তারকা ছিলেন। এই ফুটবলার জার্মান ক্লাবটির হয়ে প্রথমবারের মতো ট্রেবলের স্বাদ পেয়েছেন। মৌসুমের সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন। তবে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর জিততে পারেননি তিনি।

ফ্রেঞ্চ ম্যাগাজিন প্রথমবারের মতো করোনার কারণে ব্যালন ডি’অর পুরস্কার বাতিল ঘোষণা করেছে। তবে নিজের হাতে পুরস্কারটি না উঠলেও, লেভানদোভস্কি  জানিয়েছেন, এবারের পুরস্কারটি তারই প্রাপ্য ছিল।

লেভানদোভস্কি বলেন, ‘আমরা এই মৌসুমে যা যা জেতা সম্ভব, সবই জিতেছি। এরমধ্যে আমি প্রতিটি প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা ছিলাম। আমি মনে করি, যদি কোনো ফুটবলারের অর্জন এতটা সমৃদ্ধশালী হয়, তবে তার অবশ্যই ব্যালন ডি’অর জেতা উচিত।’

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - খেলা