স্পোর্টস ডেস্ক:
আফগানিস্তানের ওপেনার গুরবাজই যেন দলের ব্যাটিংয়ের প্রধান স্তম্ভ। সিরিজের প্রথম দুই ম্যাচে গুরবাজকে ফিরিয়ে বাংলাদেশের বোলিং ইউনিটের কাজটা সহজ করে দিয়েছিলেন তাসকিন আহমেদ। আন্তর্জাতিক ক্রিকেটে গুরবাজকে একক বোলার হিসেবে সবচেয়ে বেশিবার আউট করেছেন তিনিই। তবে তৃতীয় ম্যাচে তাসকিন ছিলেন না, গুরবাজও থামলেন সেঞ্চুরি করে।
বয়স মাত্র ২২ বছর ৩৪৯ দিনে এসে রহমানউল্লাহ গুরবাজ পেয়েছেন নিজের ক্যারিয়ারের ৮ম ওয়ানডে সেঞ্চুরি। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে হাঁকানো সেঞ্চুরিতে ছাড়িয়ে গেছেন বাবর আজম, বিরাট কোহলি এমনকি শচীন টেন্ডুলকারকেও। গুরবাজের চেয়ে কম বয়সে ৮টি ওয়ানডে সেঞ্চুরির মালিক হওয়ার কীর্তি আছে শুধুই কুইন্টন ডি ককের।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ৮ সেঞ্চুরির রেকর্ড কুইন্টন ডি ককের রেকর্ডে। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার ২২ বছর ৩১২ দিন বয়সে এই কীর্তি গড়েন। এরপরই ২২ বছর ৩৪৯ দিন বয়সী গুরবাজ। তৃতীয় স্থানে আছেন শচীন টেন্ডুলকার, ৮ম সেঞ্চুরি পেয়েছিলেন ২২ বছর ৩৫৭ দিন বয়সে। ২৩ বছর ২৭ দিন বয়সে ৮ম ওডিআই শতক পান বিরাট কোহলি। আর বাবর আজম এই মাইলফলক স্পর্শ করেন ২৩ বছর ২৮০ দিন বয়সে।
৭ সেঞ্চুরির মালিক হয়েই গুরবাজ বনে গিয়েছিলেন আফগানিস্তানের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি শতকের অধিকারী। ১১ নভেম্বর শারজায় নিজেকে নিয়ে গেলেন আরও ধরাছোঁয়ার বাইরে। নিজ দেশেই তো বটেই, বাংলাদেশেই তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম ছাড়া গুরবাজের চেয়ে বেশি সেঞ্চুরি নেই কারোরই।
অথচ ক্যারিয়ারের মাত্র ৪৬তম ওয়ানডে ম্যাচে ৮ম সেঞ্চুরি পেয়েছেন গুরবাজ। অবশ্য ম্যাচের হিসাবে গুরবাজ তৃতীয় দ্রুততম। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি হাশিম আমলা ৪৩ ম্যাচেই ৮টি সেঞ্চুরি করেছেন। বাবরের লেগেছে ৪৪ ম্যাচ।