রবিবার , ২৭ নভেম্বর ২০১৬ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

এএসআই এর ওপর হামলা মামলার আসামি ১৩

Paris
নভেম্বর ২৭, ২০১৬ ১০:১০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর মতিহার থানার এএসআইকে পিটিয়ে আহত করার দায়ে ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল শনিবার রাতেই আহত এএসআই শামিউল হক বাদি হয়ে মতিহার খানায় একটি মামলা দায়ের করেন।

 

আজ রোববার সকাল ১০টার দিকে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ান কবির সিল্কসিটিনিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, শনিবার রাতেই আহত ওই এএসআই শামিউল হক বাদি হয়ে ১২ থেকে ১৩ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। এই মামলা নাম উল্লেখ্যসহ আসামি রয়েছে। তবে এই সময় আমার নামগুলো মনে নেই।

 

এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে নগরীর কাজলা খোজাপুর গোরস্থান এলাকায় এএসআই শামিউলের ওপর হামলা চালায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঠিকাদার ও নগরীর জাহাঘাট এলাকার বাসিন্দা একরামুল হকের ছেলে শিমুল হোসেনের নেতৃত্বে এ হামলা চালায়। পরে তারে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

 

এসময় তার কাছে থেকে পিস্তলও কেড়ে নেওয়া হয়। তবে পরবর্তিতে পিস্তলটি ফেরত দেওয়া হয়। ঘটনার সময় সাদা পোশাকে একাই ছিলেন শামিউল। পরে মতিহার থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

 

স/আ

 

সর্বশেষ - রাজশাহীর খবর